ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আঁখির অনাগ্রহ

প্রকাশিত: ২৩:৫৪, ৬ ডিসেম্বর ২০২১

আঁখির অনাগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। শোবিজে ক্যারিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসেবে। ১৯৮৪ সালে নির্মাতা আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সবাইকে চমকে দেন তিনি। সে সময়ে এ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তবে বর্তমানে তিনি পুরোপুরি গানের মানুষ। নিজের গানের ভিডিওতে অংশ নিলেও নাটক বা সিনেমায় তাকে আর দেখা যায়নি। কেন অভিনয় থেকে দূরে আঁখি ? উত্তরে বলেন, অভিনয় নিয়ে আমার কোন আগ্রহ নেই এখন। যদিও আমার রক্তে অভিনয় মিশে আছে। তবে আমি গানের মানুষ গানেই থাকতে চাই। এরমধ্যে মডেলিং করার ইচ্ছা আছে। কিন্তু পেশাদার মডেলদের মতো করে কাজ করতে পারব না। আমি একজন সঙ্গীতশিল্পী। সেই বিষয়টি মাথায় রেখেই আমাকে দিয়ে কাজ করাতে হবে। এ সুকণ্ঠী গায়িকা স্টেজ শো করছেন নিয়মিত। করোনার কারণে অনেকদিন স্টেজ থেকে দূরে ছিলেন। ফের এতে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। তিনি বলেন, এ সময়টাতে প্রায় সব শিল্পী স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকে। এদিকে বিজয় দিবসেরও কয়েক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সব মিলিয়ে পরিস্থিতি ভালো থাকলে আবার নিয়মিত স্টেজ করার সুযোগ পাবো। নতুন গান নিয়েও কথা বলে এ কণ্ঠশিল্পী। তিনি বলেন, একাধিক নতুন গানের কাজ আছে হাতে। স্টেজ শোয়ের ফাঁকে ফাঁকে সেগুলোতে কণ্ঠ দিচ্ছি। প্রসঙ্গত, আঁখির প্রথম এ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। ১৯টি একক ও প্রায় ৫০টি মতো মিক্সড এ্যালবামে তিনি গান করেন।
×