ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধনঞ্জয়ার শো গল টেস্টে

প্রকাশিত: ০০:০৮, ৩ ডিসেম্বর ২০২১

ধনঞ্জয়ার শো গল টেস্টে

স্পোর্টস রিপোর্টার ॥ গলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩ রানে পিছিয়ে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আর বৃহস্পতিবার তারা চতুর্থ দিন শেষ করেছে ২৭৯ রানের লিড নিয়ে। এর পেছনে নায়কের ভূমিকা পালন করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। মূলত তার অপরাজিত ১৫৩ রানের অসাধারণ এক ইনিংসের সৌজন্যেই দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৮ রান তুলতে সক্ষম হয় সিংহলীজরা। বৃহস্পতিবার ধনঞ্জয়া ডি সিলভা যখন ক্রিজে আসেন, তখন শ্রীলঙ্কা মাত্র ২৩ রানে এগিয়ে। মূল্যবান ৩ উইকেট হারিয়েও ফেলে তারা। আর চাপে থাকা সেই শ্রীলঙ্কাকেই টেনে তুলার দায়িত্ব নেন ধনঞ্জয়া। প্রতিপক্ষের বোলারদের দেখে-শুনে খেলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। নিজেকে এখানেই অবশ্য থামিয়ে রাখেননি তিনি। পরে তার ইনিংসটিকে দেড়শ ছাড়িয়ে ১৫৩ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেন। সেজন্য ধনঞ্জয়া খেলেছেন ২৫৯ বল। তার সঙ্গে নবম উইকেটে ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে গলেতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্নে বড় আঘাত করলেন ১০ নম্বর ব্যাটার লাসিথ এম্বুলদেনিয়া। ১১০ বল খেলে যিনি অপরাজিত রয়েছেন ২৫ রান করে।
×