ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে নিহত ৩, আহত ৮

প্রকাশিত: ১২:০৭, ১ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে নিহত ৩, আহত ৮

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিক্ষার্থী নিহত ও আরও আট জন আহত হয়েছেন। স্কুলটি দেশটির মিশিগান রাজ্যের অবস্থিত। পুলিশ জানিয়েছে, একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে গুলিবর্ষণ শুরু করার পর তাকে গ্রেফতার করা হয়। আহতদের মধ্যে একজন শিক্ষক আর বাকি সবাই স্থানীয় অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষার্থী। স্কুলটি ডেটরয়েট শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে মিশিগানের অক্সফোর্ড এলাকায় । গুলিবর্ষণকারীর উদ্দেশ্য জানতে পারেনি স্কুল কতৃপক্ষ বা প্রশাসন। মঙ্গলবার বিকালের এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১৭ বছর ও ১৪ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে অস্ত্রপচারের টেবিলে নেওয়া হয়েছে এবং ছয় জনের অবস্থা স্থিতিশীল আছে । ম্যাককেব জানান, হাইস্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র ওই সন্দেহভাজন একাই ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায়। এর পরই তাকে গ্রেফতর করা হয়। গ্রেফতারের সময় প্রতিরোধের কোনো চেষ্টা করেনি সে। পুরো এই ঘটনাটিতে সময় লেগেছে পাঁচ মিনিট। সন্দেহভাজন পুলিশের কাছে কিছু প্রকাশ করেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় গভীর শোক ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
×