ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘এ ফাদারস ডায়েরি’

প্রকাশিত: ১৯:৩৩, ২৭ নভেম্বর ২০২১

২০ তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘এ ফাদারস ডায়েরি’

অনলাইন ডেস্ক ॥ সাড়া জাগানো সিনেমা ‘এ ফাদারস ডায়েরি’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ২০ তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। চমকপ্রদ সিনেম্যাটোগ্রাফি আর মন মাতানো গানে সবার মনোযোগ টেনে নেয় এ চলচ্চিত্র। গল্পের প্লটও স্পর্শকাতর। কানাডার বানজাই মাল্টিমিডিয়া মুভির দৃশ্যগুলো ফ্রেমবন্দী করেছে কানাডা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে। বাংলাদেশী ও ইতালির দুই বন্ধু হাসান ও ম্যাক্রো কে ঘিরেই এ গল্প। এক বাবার পিতৃত্ব, পারিবারিক বন্ধন ও সম্পর্কের ইতিকথাই এক বাবার ডায়েরি। স্ত্রী ও কন্যার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টাই টেনে নিয়ে গেছে গল্পের কথকতা। গল্পের দৃশ্যায়নে পরিচালক বেছে নিয়েছেন তার শৈশবের গ্রাম আলালপুর। আবার দেখিয়েছেন তার বর্তমান আবাসস্থল কানাডা। সিনেমায় ডায়লগ কম রাখা হয়েছে। কানাডিয়ান বাংলাদেশি পরিচালক গোলাম মোস্তফার এ সিনেমা ছয়টি পুরষ্কার অর্জন করেছে। ১৫-২৩ জানুয়ারি ৭০ টি দেশের আরো ২২০ টি চলচ্চিত্রের সাথে এর প্রদর্শনী হবে।
×