ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে তোপের মুখে বিএনপির হারুন

প্রকাশিত: ১৯:১২, ২৭ নভেম্বর ২০২১

সংসদে তোপের মুখে বিএনপির হারুন

অনলাইন রিপোর্টার ॥ পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের পক্ষে কথা বলায় সংসদে সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়তে হল বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে। মাঠে অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দলের পতাকা ওড়ানোর নিয়ে সমালোচনার মধ্যে শনিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। হারুন বলেন, “বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টট হচ্ছে। পাকিস্তান ক্রিকেট টিম বাংলাদেশের সঙ্গে খেলছে। বাংলাদেশ যাই খেলুক না কেন। পাকিস্তানের সমর্থকেরা তাদের পতাকা উড়াচ্ছে। এটাকে কেন্দ্র করে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। “মনে রাখতে হবে, তারা কিন্তু আমাদের দেশে মেহমান, অতিথি। আমাদের দেশের ক্রিকেট, আমাদের দেশের ফুটবল, আমাদের দেশের মেয়েরা সারা পৃথিবীতে খেলছে। সেখানে পতাকা উড়ে না বাংলাদেশের?” হারুন বলেন, “সেদিন একজন সদস্য দেখলাম বিভিন্নভাবে বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন।” এসময় সরকারি দলের সদস্যরা হইচই করে হারুনের বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলকে আনার সমালোচনার বৃহস্পতিবার করেছিলেন আওয়ামী লীগ সংসদ সদস্য মোতাহার হোসেন।
×