ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুল হায়াতের ‘কান পেতে রই’

প্রকাশিত: ২৩:৫৫, ২৬ নভেম্বর ২০২১

আবুল হায়াতের ‘কান পেতে রই’

স্টাফ রিপোর্টার ॥ নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, কাহিনীকার ও নির্দেশক আবুল হায়াত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত। শীঘ্রই চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘কান পেতে রই’ মূলত একটি প্রেমের গল্পের নাটক। এ নাটকের মধ্যদিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলো-ভালোবাসার কোন মৃত্যু নেই। এতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধেয় দিলারা জামান এবং আমার পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন শাহেদ ও দীপা। দিলারা জামান বলেন, হায়াত ভাইয়ের লেখা গল্পে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়। তিনি বেশ ধরে ধরে কাজ করেন বলে কাজটাও ভালো হয়। শাহেদ শরীফ খান বলেন, নাটক কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্রটি গুরুত্বপূর্ণ কী না সেটাই আসলে আমার কাছে বিশেষভাবে দেখার বিষয়। আমি এখনও নিয়মিত অভিনয় করছি, পরিচালকরা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন-এটাই একজন অভিনেতা হিসেবে আমার বড় প্রাপ্তি।
×