ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ২৩:১৫, ২৬ নভেম্বর ২০২১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ সামনে শীত। তবে শহর ঢাকায় শীত যতটা অনুভূত হচ্ছে তার চেয়ে বেশি উষ্ণতা। এ উষ্ণতা-উত্তাপ মূলত ছড়াচ্ছে রাজনীতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে একটা প্রস্তুতির ব্যাপার আছে। সে প্রস্তুতিটা ক্রমে স্পষ্ট হচ্ছে। সবার আগে রাজধানীতেই মাঠ করতে হয়। তা-ই হচ্ছে এখন। বিশেষ করে বিএনপি নির্বাচনের আগে সক্রিয়া হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। কিছুদিন আগে বিভিন্ন পর্যায়ে ঘন ঘন মিটিং করতে দেখা গেছে। বর্তমানে বিশেষভাবে সামনে এসেছে দলীয় প্রধান খালেদা জিয়ার চিকিৎসা ইস্যু। দ-িত নেত্রী। কারগারেও ছিলেন। এখন অসুস্থ। হাসপাতালে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তার অবস্থা ‘ক্রিটিক্যাল।’ চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। নিতেই হবে। বিএনপি নেতারা কখনও উত্তেজিত কণ্ঠে, কখনও আবেগী ভাষায় এ দাবি জানাচ্ছেন। আছে হুমকি-ধমকিও। জবাবে সরকারের পক্ষ থেকে আইনী বাধার কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতাবলে কারাগার থেকে বাসায় আসার অনুমতি দেয়া হয়েছিল খালেদা জিয়াকে। সে উদহারণ টেনে বলা হচ্ছে, এখন আদালত যা করার করবে। সরকারের তেমন কিছু করার নেই। ফলে এ ইস্যুতে জল ঘোলা হচ্ছে দ্রুত। জটিল হচ্ছে রাজনীতি। ঢাকার অলিত-গলিতে এ রাজনীতির ব্যবচ্ছেদ চলছে। এর মধ্যে আবার ডালপালা ছড়াচ্ছে গুজব। ফলে যখন তখন শহরে একটা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর কিছু ষড়যন্ত্র তো সব সময়ই চলছে। সব মিলিয়ে রাজধানীতে শীত আর নেই। একটা গরম সময়ের আভাস। দুর্ভোগের একদিন ॥ বৃহস্পতিবার গোটা দিনটাই ছিল দুর্ভোগের। রাজধানীর প্রধান প্রধান রাস্তা এ দিন যানজটে স্থবির হয়ে গিয়েছিল। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। কিসের প্রতিবাদ, কী তাদের দাবি, এখন আর কারও জানার বাকি নেই। সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক মেধাবী শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। দিনভর এ ঘটনার প্রতিবাদ করেছে সহপাঠীরা। নিরাপদ সড়কের দাবি পুনর্ব্যক্ত করেছে। এর আগেও অভিন্ন দাবিতে তারা রাস্তায় নেমে বিপুল আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় একই রকম আন্দোলন দেখা যাচ্ছে এবারও। ‘জাস্টিস’ চাইছে তারা। সুবিচার প্রার্থনা করছে। এমন দাবির সঙ্গে রাজধানীর সবাই একমত। তবে হঠাৎ রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব ছাত্ররা নিয়ে নেয়ায় কিছু সমস্যাও হয়েছে। বড়সড় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এদিন মতিঝিল, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, ফার্মগেট, মিরপুর সড়ক, বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিক্ষোভের কারণে ফার্মগেট, গুলিস্তান ও শান্তিনগরের রাস্তা লম্বা সময় বন্ধ ছিল। একই দিন আশ্চর্য ঘটনা বটে, রাস্তায় ছিল পোশাক শ্রমিকরাও। মিরপুর ১৩ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করায় যানজট আরও বেড়ে যায়। ফলে কাজে বের হওয়া মানুষজনকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়েছে। তার চেয়ে বড় শঙ্কার জায়গাটি হচ্ছে রাজনীতি। ষড়যন্ত্রের রাজনীতি এই ছোট ছোট ছেলেমেয়েদের ভেতরের যে মহৎ চাওয়া, সেটিকে গ্রাস করতে পারে। গিলে খাওয়ার ফন্দি আঁটতে পারে। শিক্ষার্থীদের প্রতিবাদকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারে। এ বিষয়গুলো তারা বুঝতে পারবে তো?
×