ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২০:৩৪, ১৮ নভেম্বর ২০২১

খুলনা সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) পলাতক ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুণীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, প্রকাশ কুমার দাস খুলনা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা রাজস্ব আদায় করেন। এর মধ্যে ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারী কোষাগারে জমা দেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারী কোষাগারে জমা হয়নি। সরকারী অর্থ আত্মসাতের বিষয়টি সন্দেহ হলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। তদন্তে অভিযোগের প্রমাণ পাওযা যায়। এর পরপর খুলনা সিভিল সার্জন অফিস থেকে গত ২৭ সেপ্টেম্বর খুলনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। তারপর থেকেই প্রকাশ পলাতক রয়েছেন। দুদক জানায়, সরকারী অর্থ অত্মসাতের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামি প্রকাশ কুমার দাসকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।
×