
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা হবে একটি ফুটওভার ব্রিজ। এ বিষয়ে খুব শিগগির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মো. নোমান হোসেন।
তিনি আরও বলেন, যদি সড়ক ও জনপদ বিভাগ ব্রিজ নির্মাণ না করে, তাহলে হাটহাজারী সরকারি কলেজ, হাটহাজারী সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে পৌরসভার উদ্যোগে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
এ ছাড়া হাটহাজারী পৌর এলাকায় চাহিদার চেয়ে অধিক ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ আসছে। উল্টো পথে চলাচল, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি এবং অপরাধ বৃদ্ধির কারণে এই রিকশাগুলোর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, মাত্রাতিরিক্তভাবে এ ধরনের রিকশা বেড়ে যাওয়ায় যেমন অপরাধ প্রবণতা বেড়েছে, তেমনি বেড়েছে যানজট। এসব রিকশার রেজিস্ট্রেশন না থাকা এবং চালকের পরিচয় না থাকায় অপরাধ সংঘটিত হলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
পৌরবাসীর চাহিদা অনুযায়ী রিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। চালকের নাম ও মোবাইল নম্বর গাড়ির পেছনে প্রদর্শন করা হলে কেউ প্রতারিত হলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি দশ জন আনসার নিয়োগ দেওয়া হবে। পৌরসভার বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, প্রকৌশলী সালমা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী প্রমুখ।
সভায় রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সবার মতামত আমলে নিয়েই পৌর প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
শহীদ