
জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরের জেলা গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করবে দলটি।
সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও গাইবান্ধা জেলা সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ।
তিনি আরও জানান, আগামীকাল ১ জুলাই (মঙ্গলবার) বেলা ১১টায় গাইবান্ধা শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শহর থেকে গ্রাম পর্যন্ত সংগঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে দলটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম জুয়েল, সদস্য মাহমুদুল হাসান সৌরভ, জাকিরুল ইসলাম স্বাধীন এবং সাদুল্লাপুরের সমন্বয়ক ইঞ্জিনিয়ার রায়হান মিয়া রাজু।
নাজমুল হাসান সোহাগ বলেন, “বিচারহীনতা, সাংবিধানিক দুর্বলতা ও প্রশাসনিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে জেগে উঠেছে। সেই প্রত্যাশার পথরেখা হিসেবেই এনসিপি এ পদযাত্রা শুরু করছে। ‘জুলাইয়ের বার্তা’ হাতে জনতার দুয়ারে যাচ্ছে এনসিপি।”
তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলন থেকে গড়ে ওঠা এই দলটি ইতোমধ্যে মানুষের মাঝে আশার আলো জ্বালিয়েছে। এনসিপির রাজনীতি এখন শহর ছাড়িয়ে গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়েছে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যারা উপস্থিত থাকবেন, তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।
এছাড়া এনসিপির অঙ্গ সংগঠন ‘যুব শক্তি’ ও ‘শ্রমিক উইং’-এর কেন্দ্রীয় নেতারা এবং রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেবেন।
মিমিয়া