ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শেরপুরে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর

প্রকাশিত: ২৩:২২, ৩০ জুন ২০২৫

শেরপুরে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

ছবিঃ সংগৃহীত

২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।

রবিবার (২৯ জুন) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এই পদক প্রদান করেন।

শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়া প্রত্যেক ব্যক্তির কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষের কর্মের মূল্যায়ন। তেমনি প্রত্যেক মানুষেরই খুশি হওয়ার কথা। আমিও খুশি হয়েছি। এই সম্মাননা আমি অবহেলিত ঝিনাইগাতী উপজেলাবাসীকে উৎসর্গ করছি। কেননা এই উপজেলার প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতার কারণে আমি সফলভাবে প্রতিটি কাজ করে যাচ্ছি। আমার এই অর্জন উপজেলাবাসীদের সার্বিক সহযোগিতার ফসল।”

এই সম্মাননা পেয়ে তিনি জেলা প্রশাসনসহ পুরো উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানান।

ইমরান

×