ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নদীর তলে গিয়ে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা, অতঃপর

প্রকাশিত: ২৩:৪৮, ৩০ জুন ২০২৫

নদীর তলে গিয়ে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা, অতঃপর

ভোলা থেকে বুড়াগোরঙ্গ ও তেতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয় বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি উপজেলায় শনিবার রাত ১১ টার দিকে উপজেলার গহিনখালি এলাকায় ভোলা থেকে ছয় সদস্যের একটি সঙ্গবদ্ধ চোরচক্র এসে সেই কেবল কেটে নেয়। এসময় কেবল কাটার বিকট শব্দ টের পেয়ে দুজনকে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে ছোপর্দ করা হয়। জব্দ করা হয় যন্ত্রপাতিসহ একটি ট্রলার।পরদিন রোববার ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম। সোমবার শুরু হয় মেরামত কাজ। কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। হাই ভোল্টেজের ইয়ে তার তো তারা এটা আলাদা করতে পারে নাই বিধায় নিতে পারে নাই । বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সাবমেরিন কেবলগুলি জোড়াকরণের কাজ চলমান রয়েছে। 

এদিকে টানা তিনদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সদর ছোট বাইশদিয়া বড় বাইশদিয়া ও মৌরভী ইউনিয়নে নেমে আসে বিদ্যুৎ বিভ্রাট । বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গাবালিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অন্তত ২৫ হাজার গ্রাহক।এ ঘটনায় বিশেষ ক্ষমতার আইনে মামলা নেওয়া হয়েছে এবং আটক দুইজনকে চালান দেওয়া হয়েছে এবং রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।

 

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=g_Tu6Eao_H0

 

রাজু

×