ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের পেছাল শাহিন হত্যা মামলার রায়

প্রকাশিত: ০০:৩১, ২৯ অক্টোবর ২০২১

ফের পেছাল শাহিন হত্যা মামলার রায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণার দিন আরেক দফা পিছিয়েছে। আগামী ১৮ নবেম্বর রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এ নিয়ে ১২ বারের মতো রায় ঘোষণার দিন পেছাল। এর আগে গতবছরের ১১ নবেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করা হয়। এ দিনও রায় ঘোষণার দিন আরেকবার পিছিয়ে ১১ ফেব্রæয়ারি করা হয়। সর্বশেষ বৃহস্পতিবারেও পূর্বনির্ধারিত রায় ঘোষণার দিন পেছাল। নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার মোট তিন পর্বে এই ইউনিটের পরীক্ষা নেয়া হয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি। এতে ৪২ হাজার ৬৮৮ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৮ হাজার ৫৫২ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩১ শতাংশ আবেদনকারী। কোন ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছাড়াই প্রথম পরীক্ষাটি শেষ হয়েছে।
×