ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১ নবেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ২৩:১৯, ২৮ অক্টোবর ২০২১

১ নবেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

জনকণ্ঠ ডেস্ক ॥ ১ নবেম্বর থেকে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে এবং নিয়ন্ত্রণে রাখতে টানা ১৯ মাস কঠোর এই নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। এই সময়ে কোন নাগরিক দেশের বাইরে ভ্রমণে গেলে অনুমতি নেয়া লাগত। আসছে সপ্তাহ থেকে এই অনুমতির আর দরকার হবে না। দেশটির সরকার বলছে, কেবলমাত্র অস্ট্রেলিয়ানরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে খুব শীঘ্রই বিদেশীদের জন্যও ভ্রমণের নিয়ম-কানুন সহজ করবে। খবর বিবিসি অনলাইনের। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন এ্যান্ড্রো বুধবার এক বিবৃতিতে বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই পুরো ডোজ টিকা নিয়েছেন এমন দক্ষ শ্রমিক ও শিক্ষার্থীদের আমরা স্বাগতম জানাতে পারব বলে আশা করছি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেয়ার আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়ানদের তাদের জীবনে ফিরিয়ে দেয়ার সময় এসেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণায় অস্ট্রেলিয়ান ও বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারণ এই নিষেধাজ্ঞার কারণে অনেকে তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারছিলেন না। বর্তমানে জরুরী কাজ বা মৃত্যু শয্যায় থাকায় কোন স্বজনকে দেখতে যেতে কেবল ভ্রমণের অনুমতি দেয়া হয়। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে।
×