ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন উইন্ডিজকে উড়িয়ে ঘুরে দাঁড়াল দ. আফ্রিকা

প্রকাশিত: ০০:১৫, ২৭ অক্টোবর ২০২১

চ্যাম্পিয়ন উইন্ডিজকে উড়িয়ে ঘুরে দাঁড়াল দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের এ কী হাল! ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ও রেকর্ড দুইবারের শিরোপাধারী ক্যারিবীয়রা এ কী ক্রিকেট খেলছে? ইংল্যান্ডের কাছে ৫৫ রানে অলআউট হয়ে ৬ উইকেটের হারে আসর শুরু করা কাইরন পোলার্ডদের দল এবার বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার কাছে, হারল ৮ উইকেটে! অথচ ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো টি২০’র বড় তারকাদের সবাই আছেন। দুবাইয়ে মঙ্গলবার ৮ উইকেটে ১৪৩ রানে থামে তাদের সংগ্রহ। জবাবে ১ ওভার ৪ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ক্লোজ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল টেম্বা বাভুমার দল। মাত্র ১৪ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এনরিখ নরকিয়া। বর্ণবাদ ইস্যুকে উস্কে দিয়ে ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিজে থেকে সরে গিয়ে আলোচনার খোরাক যুগিয়েছেন কুইন্টন ডি কক। প্রথম ওভারেই বাভুমার (২) রান আউটে ক্যারিবীয়দের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল দারুণ ব্যাটিংয়ে সেটি চুপসে দিয়েছেন রিজা হেনড্রিকস (৩০ বলে ৩৯), ভ্যান ডার ডুসেন (৫১ বলে ৪৩*) ও এইডেন মার্করাম (২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫১)। এর আগে টসে হেরে ব্যাটিং পাওয়া উইন্ডিজ শুরুটা অবশ্য দেখেশুনেই করেছিল। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৪৩ রান। দশম ওভারে প্রোটিয়া স্পিনার তবারেজ শামসিকে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন এভিন লুইস। তার অর্ধশতক আসে মাত্র ৩২ বলে। তবে কেশভ মাহারাজের বলে আউট হন ৫৬ রান করে। ৩৫ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৬টি ছক্কা দিয়ে। আর টেস্ট মেজাজের সিমন্স ১৪তম ওভারে রাবাদার বলে বোল্ড হন ৩৫ বলে মাত্র ১৬ রান করে! সুবিধা করতে পারেননি ক্রিস গেইল, আন্দ্রে রাসেলও। গেইল ১২ বলে ১২ ও রাসেল ফেরেন ৪ বলে ৫ রান করে। শেষদিকে অধিনায়ক পোলার্ডের ২০ বলে ২৬ রানে সম্মানজনক পুঁজি পায় ক্যারিবীয়রা। ওদিকে, সোমবার রাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, ম্যাচের আগে সব খেলোয়াড়কে বর্ণবাদের বিরুদ্ধে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে শামিল হতে হাঁটু মুড়ে বসতে হবে। এই সিদ্ধান্ত পছন্দ হয়নি বলেই খেলেননি ডি কক! স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ॥ ১৪৩/৮ (২০ ওভার; সিমন্স ১৬, লুইস ৫৬, পুরান ১২, গেইল ১২, পোলার্ড ২৬, রাসেল ৫; মহারাজ ২/২৪, প্রিটোরিয়াস ৩/১৭) দঃ আফ্রিকা ॥ ১৪৪/২ (১৮.২ ওভার; বাভুমা ২, হেনড্রিকস ৩৯, ডুসেন ৪৩*, মার্করাম ৫১*; আকিল ১/২৭) ফল ॥ দঃ আফ্রিকা ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ এনরিখ নরকিয়া (দঃ আফ্রিকা)।
×