ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলার চার্জ গঠন পিছিয়েছে ॥ শুনানি ১০ নবেম্বর

প্রকাশিত: ২৩:৪০, ২৬ অক্টোবর ২০২১

মামলার চার্জ গঠন পিছিয়েছে ॥ শুনানি ১০ নবেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলার চার্জ গঠন পিছিয়েছে। সোমবার আদালতে এ অভিযোগপত্র গঠনের তারিখ নির্ধারিত ছিল। চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ জসিম উদ্দিনের আদালত আগামী ১০ নবেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা যায়, সোমবার নিয়মিত আদালত না বসায় চার্জ গঠন করা হয়নি। মামলার শুনানি করা হলে আসামিপক্ষ সময় চায়। ফলে চার্জ গঠন পিছিয়েছেন আদালত। আগামী ১০ নবেম্বর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে কোকেনের একটি চালান। সান ফ্লাওয়ার অয়েল ঘোষণায় দক্ষিণ আমেরিকার বলিভিয়া থেকে আমদানি হয়ে আসে ১০৭টি ড্রাম। চালানটিতে কোকেন রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ড্রামগুলো আটক করা হয়। চট্টগ্রামের পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলেও পরে ঢাকায় বিসিএসআইআর ও বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় দুটি ড্রামে কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় ওই বছরের ২৭ জুন চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোস্তফা ও তার ভাই গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।
×