ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগান নারী খেলোয়াড়ের শিরচ্ছেদ

প্রকাশিত: ২৩:৩১, ২২ অক্টোবর ২০২১

আফগান নারী খেলোয়াড়ের শিরচ্ছেদ

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগান জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরচ্ছেদ করেছে তালেবান। হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানিয়ে সুরাইয়া আফজালী নামে এক কোচ জানান, অক্টোবরের শুরুতে মেহজাবিন হাকিমী নামের এক নারী খেলোয়াড়কে হত্যা করে তালেবান। কিন্তু কেউ বিষয়টি জানতে পারেনি। কারণ, তালেবান নিহতের পরিবারকে হুমকি দিয়েছে যাতে বিষয়টি ফাঁস না করা হয়। খবর আনন্দবাজার অনলাইনের। তালেবান আফগানিস্তান দখলের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছেন মেহজাবিন। তিনি ছিলেন ক্লাবটির একজন তারকা খেলোয়াড়। কিন্তু কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত গলার ছবি প্রকাশিত হয়েছে। সুরাইয়া আফজালী আরও জানান, দলের মাত্র দুজন খেলোয়াড় আগস্টে আফগানিস্তান ছেড়ে পালাতে পেরেছেন। আটকেপড়াদের একজন ছিলেন মেহজাবিন। কোচের অভিযোগ, তালেবান ক্ষমতা দখলের পর নারী ক্রীড়াবিদদের শনাক্ত ও ধরার চেষ্টা চলছে। নারী ভলিবল দলের সদস্যদের মধ্যে যারা বিদেশে ও দেশে খেলেছেন এবং সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের বিশেষভাবে খুঁজছে তালেবান। আফজালী আরও জানান, নারী ভলিবল দল ও নারী ক্রীড়াবিদরা খারাপ পরিস্থিতিতে রয়েছে। ফলে অনেকেই পালাতে বাধ্য হয়েছেন।
×