ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সফল হবে না ॥ ইসমাইল হোসাইন

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সফল হবে না ॥ ইসমাইল হোসাইন

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানব সমাজের সবচেয়ে বড় শত্রু। এ মানবতার শত্রুদের প্রতিহত করতে হবে। এজন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষ ও মানবতার দুষমনদের বিরুদ্ধে। বাংলাদেশে যারা মন্দিরে কোরআন অবমাননা করেছেন, হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করেছে, মূর্তি ভেঙেছে এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সঙ্গে কুমিল্লায় মন্দির সংলগ্ন ওয়ার্ডের জনৈক বিএনপি’র কাউন্সিলরের হোয়াটসঅ্যাপে কথোপকথনের অংশবিশেষ ফাঁস হয়েছে। এ ফোনালাপ যদি সত্য প্রমাণিত হয় তাহলে দেশের চলমান সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার পেছনে বিএনপি’র সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, এরূপ সাম্প্রদায়িক উস্কানির পেছনে নিশ্চয় স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্রের হাত রয়েছে। এ ফোনালাপ ফাঁসের পর এই ধারণা এখন বাস্তবতায় রূপ নিয়েছে। তাই মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইনের দাবি অনুযায়ী সাম্প্রদায়িক দাঙ্গা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে জড়িত সকল বিএনপি নেতাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক। ‘কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পবিত্র কোরআন অবমাননা কারা করেছে, এখনও প্রশাসন তা সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না। আমরা দাবি করেছিলাম গত শুক্রবারের (১৫ অক্টোবর) আগে আসল অপরাধীদেরকে গ্রেফতার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করেছে কিনা, আমরা জানি না। আমরা ওই ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।’ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা হযরত মাওলানা শাহাদাত হোসাইন, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা শাহ মোঃ ওমর ফারুক, কাজী মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মুফতী আব্দুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ।
×