ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না : গাসিক মেয়র

প্রকাশিত: ২১:০১, ১৮ অক্টোবর ২০২১

ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না : গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অস্তিত্ব। আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকানা। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শহীদ শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, আওয়ামী লীগ আমার প্রাণের সংগঠন আসুন আমরা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। যারা ভুল করে অন্যায় করেছেন তারা মতভেদ ভুলে ঐক্যদ্ধ হোন। ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না। ভাই ভাইয়ে বিভেদ সৃষ্টি করবেন না। তিনি বলেন, আমি গাজীপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়তে চাই। অথচ একটি মহল নানা অসত্য বিষয় নিয়ে নানা অপপ্রচার চালিয়ে উন্নয়ন কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সকলে সম্মিলিতভাবে সহযোগিতা করলে গাজীপুরকে একটি পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারবো। এ শহরে কোন দাঙ্গা হানাহানি থাকবে না। গাজীপুর হবে একটি আদর্শ নগর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে গাসিক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার বিকেলে শহরের রাজবাড়ির মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ রাসেল স্মৃতি সংসদ গাজীপুর মহানগর শাখা আয়োজিত এ সভায় সংসদের সভাপতি হেলাল উদ্দিন হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আমজাদ হোসেন বাবুল, খালিদ হোসেন, এসএম মোকসেদুল আলম, মুজিবর রহমান, রজব আলী, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান মাস্টার, শেখ হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষ্যে দুপুরে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এসময় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে তিনি কেক কাটেন। আলোচনা সভায় তিনি গাজীপুর প্রেসক্লাবের উন্নয়ন এবং গাজীপুরের সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মুজিবুর রহমান ও খায়রুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও মো. আমিনুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ন সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু, সাংবাদিক রেজাউল বারী বাবুল, আজহারুল হক, ফারদিন ফেরদৌস, প্রতাপ কুমার গোপ প্রমুখ।
×