ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মন্দিরে হামলায় জড়িত কাউকে ছাড় নয় ॥ কাদের

প্রকাশিত: ২৩:১৪, ১৭ অক্টোবর ২০২১

মন্দিরে হামলায় জড়িত কাউকে ছাড় নয় ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা চালিয়েছে। গত ১২ বছরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় কোন ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি। এবার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি এই অপকর্ম সৃষ্টি করেছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁর রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জিল্লুল হাকিম এমপি পুনরায় সভাপতি এবং পুনর্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী ইরাদত আলী। দ্বিতীয় অধিবেশনের সম্মেলনের সভাপতি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি তাঁদের নাম ঘোষণা করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, হিন্দুদের মন্দিরে যারা হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন যাদের সহ্য হয় না, তাদের গাত্রদাহ হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনাবিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে। তাদের আর ছাড় দেয়া হবে না। ‘সরকার এসব তা-বে জড়িত’ বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) শাক দিয়ে মাছ ঢাকতে চায়। সরকার দেশে স্থিতিশীলতা চায়। সরকার কোন্ দুঃখে এসব করতে যাবে। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা হয়েছে বা হচ্ছে এবং এর পেছনে যারা মদদ দিচ্ছে, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধী ও নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনা হবে। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ॥ রাজবাড়ী থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মুহাম্মদ ফারুক খান নতুন কমিটির নাম ঘোষণা দেন। এতে জিল্লুল হাকিম এমপি এবং কাজী ইরাদত আলী পুনর্বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটির নতুন চার সহসভাপতি ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। চারজন সহসভাপতি হচ্ছেন- কাজী কেরামত আলী এমপি, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সোহেল রানা টিপু। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাাদক পদে ছয় প্রার্থী ছিলেন।
×