ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চবিতে বিশেষ টিকাদান কর্মসূচী শুরু

প্রকাশিত: ১৪:০১, ১৬ অক্টোবর ২০২১

চবিতে বিশেষ টিকাদান কর্মসূচী শুরু

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলছে ১৮ অক্টোবর। চলতে শুরু করেছে শাটল ট্রেন। এর আগেই শতভাগ করোনা টিকা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিক্যাল সেন্টার থেকে টিকা দেয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০ টায় টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে অনেক দৌঁড়-ঝাপ করতে হয়েছে আমাকে। শিক্ষার্থীদেরকে যেন হলে ওঠার আগেই টিকা দেয়া যায় সেজন্য বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারেই টিকা দানের ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই এখানে টিকা নিতে পারবেন। তবে শিক্ষার্থীরা যেহেতু হলে উঠবে তাই টিকা দেয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ, ভারপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ। এদিকে বিশ্ববিদ্যালয়ে টিকা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ইংরেজী বিভাগের শিক্ষার্থী বুশরা জাহান বলেন, সাধারণ টিকাকেন্দ্রে গেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দিতে হত। এখানে সুশৃঙ্খলভাবে দ্রুত টিকা দিতে পেরেছি। এছাড়া দুটি ভাগ করে শিক্ষার্থীদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। যাদের রেজিষ্ট্রেশন হওয়ার পরেও মেসেজ আসেনি তাদেরকেও টিকা দেয়া হচ্ছে। প্রতি সপ্তাহে ৩ দিন করে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৫০০ টি টিকা দেয়া হয় চবি মেডিক্যাল সেন্টার থেকে। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোট শিক্ষার্থী ২৯৫৫০ জন। এর মধ্যে ১৪টি হল ও একটি হোস্টেলে আবাসিক শিক্ষার্থী আছেন ৬৪০৪ জন। প্রাথমিকভাবে ১ ডোজ টিকা দিলে হলে উঠতে পারবে শিক্ষার্থীর।
×