ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলার লালমোহনে কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ

প্রকাশিত: ১৪:৩০, ১৩ অক্টোবর ২০২১

ভোলার লালমোহনে কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ২০২০-২১ অথ বছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসার অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে এ সময় ১৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের আজ ১৩ খাতে বিশ্বে প্রথম ১০টি স্থানে রয়েছে। তিনি আরো বলেন, বিএনপি জামায়েত জোট সরকারের আমলে কৃষকদের সারের জন্য জীবন দিতে হয়েছিল, কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও সেচ যন্ত্র দিয়ে আসছেন।এতে করে কৃষকরা এখন লাভবান হয়ে উঠেছেন। লালমোহন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার এস এম শাহাবুদ্দিন , লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারস,লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ। এর আগে তজুমদ্দিন উপজেলা প্রায় ১৮শ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি শাওন।
×