ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওমানে আজ অনুশীলন শুরু টাইগারদের

প্রকাশিত: ০০:৩০, ৫ অক্টোবর ২০২১

ওমানে আজ অনুশীলন শুরু টাইগারদের

স্পোর্টস রিপোর্টার ॥ গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টি২০ আরও বেশি অনিশ্চতাময়। চার-ছক্কা, ব্যাট-বলের দ্বৈরথ ঘিরে যেখানে তৈরি হয় রুদ্ধশ্বাস নাটকীয়তা। তেমনি এক নাটকীয়তা আর ক্লান্তিকর যাত্রা শেষে ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী রবিবার রাত সাড়ে এগারোটায় বিমানে ওঠার কথা ছিল টাইগারদের। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে ওমানের রাজধানী মাসকাট বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়। তৈরি হয় অনিশ্চয়তা। ঢাকায় লাগেজপত্র নিয়ে বের হওয়া ক্রিকেটারদের অনেকে বাসায়ও ফিরতে শুরু করেন! কিছুক্ষণ পরই জানানো হয় রাতেই ফ্লাইট। অবশেষে গভীর রাতে বিমানে ওঠা বাংলাদেশ দল মাসকাটে পা রাখে সোমবার ভোরে। হোটেলে একদিনের রুম কোয়ারেন্টাইন ও করোনা টেস্টের পর ক্রিকেটাররা আজ স্থানীয় সময় দুপুরে মাঠের অনুশীলন শুরু করবেন। বিশ্বকাপ যাত্রার আগে প্রত্যয়ী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দেশবাসীর দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন অনুশীলনের পর ওমানে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের ক্রিকেটারদের। এরপর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাবে মাহমুদুল্লাহ-বাহিনী। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে একদিনের অনুশীলন। ১২ ও ১৪ অক্টোবর আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ১৫ অক্টোবর ফের ওমানে ফিরবে বাংলাদেশ। এবার আর কোয়ারেন্টাইন করতে হবে না। একদিনের অনুশীলনের পরই শুরু বিশ্বকাপের (রাউন্ড-১, গ্রæপ-বি) লড়াই। মাসকাটে ১৭, ১৯ ও ২১ অক্টোবর প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড, স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রত্যাশিতভাবে রাউন্ড-১ উতরে যেতে পারলে ২২ অক্টোবর সুপার-১২ খেলতে ফের আমিরাতে উড়ে যাবে টাইগাররা। জৈব-সুরক্ষা বলয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও পাঁচদিন পরপরই করোনা টেস্ট হবে বলয়ে থাকা সবার। বিমানে ওঠার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ দেশবাসীর কাছে দোয়া চান, ‘আমরা সবাই আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। যদি ভালো খেলতে পারি, ধারাবাহিক থাকি তাহলে এই বিশ্বকাপ আমাদের জন্য একটা ভালো সুযোগ। আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি, ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।’ প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘প্রত্যাশা তো থাকবেই। সবমিলিয়ে দলের প্রত্যাশা, খেলোয়াড়দের, দেশবাসীর। কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা তখনই পূরণ করতে পারব, যখন আমরা নিজেদের সক্ষমতা অনুযায়ী নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারব। সেটার জন্য গ্রæপ পর্বের যে ম্যাচগুলো (রাউন্ড-ওয়ান) আছে, ধাপে ধাপে আমাদের এগোতে হবে।’ ধাপে ধাপে এগিয়ে যেতে চান ক্যাপ্টেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলে ‘প্রথম পর্বের’ ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই, তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলোয় আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই। চেষ্টা করব সেই দেয়াল ভাঙতে। এই ফরম্যাটে কখন কি হয়, বলা যায় না।’ মাহমুদুল্লাহর কণ্ঠে ছিল বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেয়ার গর্ব, ‘বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিতবোধ করছি। একই সঙ্গে এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব এবং সবাই যেন নিজেদের দায়িত্বটা ভাগ করে নিতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি।’ এ যাত্রায় ১৪ ক্রিকেটার, ৩ টিমবয়, ১ জন করে নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও মেডিক্যাল অফিসার ছিলেন দলের ২১ সদস্যের বহরে। ছিলেন ফিজিও জুলিয়ান ক্যালফেতোও। আইপিএলে খেলার জন্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আমিরাতে অবস্থান করছেন। আবুধাবিতে প্রস্তুতি ম্যাচের আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন।
×