ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাতীয় জেলা ক্লাব রাগবিতে চ্যাম্পিয়ন বাগেরহাটের অগ্রযাত্রা রাগবি ক্লাব

প্রকাশিত: ১৯:২৭, ২ অক্টোবর ২০২১

জাতীয় জেলা ক্লাব রাগবিতে চ্যাম্পিয়ন বাগেরহাটের অগ্রযাত্রা রাগবি ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও অনন্যা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাটের অগ্রযাত্রা রাগবি ক্লাব। আজ শনিবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২২-১২ পয়েন্টে ঢাকার ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে হারায়। ফরিদপুর পদ্মারপাড় রাগবি ক্লাব ১৫-০ পয়েন্টে ফাইটার্স রাগবি ক্লাব নড়াইলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদেরকে পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আরও উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য বাশির উদ্দিন, তারেকুজ্জামান খান, সিরাজুল ইসলাম ও সারোয়ার রাকিবসহ আরও অনেকে। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।
×