ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই-কমার্স থেকে মানি লন্ডারিং ॥ তিন বিষয় জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ০১:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২১

ই-কমার্স থেকে মানি লন্ডারিং ॥ তিন বিষয় জানতে চেয়েছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ দেশে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিং অভিযোগের বিয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইউনিটের পদক্ষেপসহ তিনটি বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ই-কর্মাস প্রতিষ্ঠান থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ে এনবিআরের পলিসি কী এবং ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা ১৬ সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কী তাও জানতে চেয়েছেন আদালত। ভুক্তভোগীদের পৃথক তিনটি রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আগামী ৮ নবেম্বরের মধ্যে লিখিতভাবে এসব বিষয়ে জানাতে হবে উল্লেখ করে একইদিন মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
×