ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে

প্রকাশিত: ০১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২১

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে

জনকণ্ঠ ডেস্ক ॥ জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে আসন্ন জলবায়ু সম্মেলন (কপ-২৬) বিষয়ক এক ওয়েবিনারে এ মন্তব্য করেন তিনি। খবর বাংলানিউজের। সেন্টার ফর গবর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে রবার্ট ডিকসন বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বিশেষ করে অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। কয়লা ক্ষেত্রে কার্বন নির্গমনে বাংলাদেশ যে ভূমিকা নিয়েছে, সেটা উদাহরণযোগ্য। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ তার লক্ষ্য অনুযায়ী কার্বন নির্গমনে শূন্যের কোঠায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। জলবায়ু পরিবর্তনের হার কমানোতে ব্রিটিশ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে রবার্ট ডিকসন বলেন, আমাদের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের অসাধারণ অনেক প্রমাণ রয়েছে, আমরা যদি বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসের নিচে না রাখতে পারি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়লা, নগদ অর্থ, গাড়ি এবং গাছ এই চারটি জিনিসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছি। তিনি বলেন, সুন্দরবনকে রক্ষা করা বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কেননা এটি যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করে।
×