ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রামপুরায় ফ্লাট থেকে নববধূ গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:২০, ২২ সেপ্টেম্বর ২০২১

রামপুরায় ফ্লাট থেকে নববধূ গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব রামপুরার জামতলা থেকে লামিয়া আক্তার (১৯) নামে এক নববধূ গলিত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হৃদয় ফকির (২২) পলাতক রয়েছেন। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ জামতলা এলাকার ১৩৮/৪/৫/এ নম্বর ভবনের চতুর্থ তলা থেকে তার গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, ওই বাড়ির চারতলার ঘরের দরজা বন্ধ পাই। ভেতর থেকে মরদেহের গন্ধ আসায় পাশের ফ্লাটের লোকজন আমাদের খবর দেয়। দরজা ভেঙে ভেতর ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ওই নারী ঝুলছে। তার দেহ পঁচে গেছে। গন্ধে কাছে যাওয়া যায় না। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে নিয়ে আসি। এসআই ইয়াকুব জানান, মাত্র ৩-৪ মাস আগে হৃদয়ের সঙ্গে সম্পর্ক করে লামিয়ার বিয়ে হয়। হৃদয় একটি গ্যারেজে ডেন্ট-পেইন্টের কাজ করত। মরদেহ দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। তারা দুজনে একই নম্বর ব্যবহার করত। মরদেহটির কিছু দূরেই তার মোবাইল পড়ে ছিল। তার স্বামী হৃদয়কে গ্রেফতার করলেই আসল ঘটনা জানা যাবে। নিহতের দুলাভাই নুরুজ্জামান মৃধা বলেন, আমার স্ত্রীর বড় বোন সোমবার ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসে। পরে রাত হয়ে গেলে লামিয়াকে ফোন দিলে সে ফোন ধরে না। অনেকবার ফোন দেয়া হয় কিন্তু ফোন ধরে না। আজ (বুধবার) বিকেলে খবর পেলাম তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী হৃদয়ও পলাতক রয়েছে। কয়েক মাস আগে হৃদয়ের সঙ্গে শ্যালিকা লামিয়া বিয়ে করেছে। তিনি জানান, আমার শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোরখোলা গ্রামে। শ্বশুরের নাম শেখ মোমেদ। লামিয়ার বড় বোন মাকসুদা আক্তার বাদী হয়ে রামপুরা থানার মামলা করেছে।
×