ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বাসেই সন্তান প্রসব!

প্রকাশিত: ০০:১২, ২২ সেপ্টেম্বর ২০২১

এবার বাসেই সন্তান প্রসব!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ দূরপাল্লার একটি বাসে একজন প্রসূতি মা সন্তান প্রসব করেছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনের বাস। এটি চট্টগ্রামের পটিয়ায় পৌঁছতেই চালক এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িটি ঢুকিয়ে দেন। এ সময় একজন পুরুষ গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালের জরুরী বিভাগে ছুটে যান। তিনি জানান, গাড়িতে থাকা এক প্রসূতির প্রসববেদনা শুরু হয়েছে। জরুরী চিকিৎসা দরকার। গাড়িতে প্রসূতির প্রসবদেনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন গিয়ে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করান। পরে নবজাতক ও মাকে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে প্রসবপরবর্তী চিকিৎসা দেয়া হয়। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। বিমানবন্দরে ই-গেট স্থাপন স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট ওসমানী বিমানবন্দরের সেবার মান বাড়াতে ই-গেট স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদের কাছে ই-পাসপোর্ট আছে, তারাই ই-গেট দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো হয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপে সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। যা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে করতো ইমিগ্রেশন পুলিশ। যাত্রীকে শনাক্ত করার পরেই খুলে যাবে ই-গেট। এতে কয়েক মুহূর্তের মধ্যেই ইমিগ্রেশন সম্পন্ন হবে। ওসমানী বিমানবন্দরে বহির্গমনের (ডিপার্চার) জন্য তিনটি এবং আগমনের (অ্যারাইভাল) জন্য তিনটি করে ই-গেট বসানো হচ্ছে।
×