ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জের নাজমার থাকার ঘর নেই, সংসারও চলে না

প্রকাশিত: ১১:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২১

শায়েস্তাগঞ্জের নাজমার থাকার ঘর নেই, সংসারও চলে না

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জমি নেই। টাকা নেই। নেই আর নেই। আছে শুধু প্রাণটা। তাই জীবন রক্ষায় একটি ঘর ও একটি সেলাই মেশিন প্রয়োজন। অত্যন্ত করুণ সুরে এসব কথা বললেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার (২৭)। তিনি বলেন, নিজেদের ঘর না থাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে থাকতে হচ্ছে। এ কারণে দুই সন্তানের পড়াশুনা প্রায় বন্ধ। এভাবে বসবাস করা আর সম্ভব হচ্ছে না। সেলাইয়ের কাজ জানলেও নিজের মেশিন না থাকায় লালচান্দ চা বাগান বাজারের রেনু মিয়ার দর্জির দোকানে গিয়ে কাজ করতে হয়। এতে কোনো দিন ১০০ আবার অনেক দিন ২০০ টাকা পাওয়া যায়। স্বামী আবুল কালাম শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকার একটি কোম্পানিতে অল্প টাকার চাকরি করেন। তিনি বলেন, অনেকের কাছে গিয়েছি, কেউ সহায়তা দিচ্ছে না। শুনেছি সাংবাদিক নিউজ করলে সরকারি ঘর ও সেলাই মেশিন পাওয়া যায়। তাই আমি আপনার (প্রতিবেদক) কাছে এসেছি। আমার কষ্টের কথা মিডিয়ায় একটু তুলে দেন। এতে হয়তো কর্তৃপক্ষের নজরে আসলে আমার বিরাট উপকার হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মহোদয়কে জানিয়ে ওই নারীকে কিছু একটা সহায়তা দেওয়ার চেষ্টা করবো। এ অবস্থায় তার পাশে দাঁড়ানো উচিত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা। আবেদন সাপেক্ষে প্রাপ্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে অন্যান্য সহায়তাও। যাই হোক, আবেদন করলে বিবেচনা করে ওই নারীকে সার্বিকভাবে সহায়তা করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বরাদ্দ সাপেক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার স্থানে স্থানে উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে। সরকারি ঘর, আর্থিক অনুদান, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রাপ্যদের মাঝে বিতরণ করা হচ্ছে। এখানে অসহায় নাজমা আক্তারের জন্যও কিছু একটা করার চেষ্টা করা হবে।
×