ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌনে তিন লাখ ডোজ টিকা উপহার দিল বুলগেরিয়া

প্রকাশিত: ০১:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

পৌনে তিন লাখ ডোজ টিকা উপহার দিল বুলগেরিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে বুলগেরিয়া। বৃহস্পতিবার এই টিকা দেশে পৌঁছেছে। তুর্কী এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে এগুলো দেশে পৌঁছে। দেশটি উপহার হিসেবে এসব টিকা বাংলাদেশে পাঠিয়েছে। দেশে গত সাত ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ দিয়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সেরামের সঙ্গে তিন কোটি ডোজ চুক্তি হলেও দুই চালানে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পরে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে চুক্তির আর কোন টিকা আসেনি। তবে ভারত সরকার এ টিকার ৩২ লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশকে।
×