ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে পাঁচজন নৌ-যান চালকের জরিমানা

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২১

বরিশালে পাঁচজন নৌ-যান চালকের জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীতে কোষ্টগার্ড, র্যাব ও নৌ-পুলিশ সদস্যদের সহায়তায় অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌ-পরিবহন অধিদফতরের কর্মকর্তারা। এসময় পাঁচটি অবৈধ স্পিডবোট চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নৌ-পরিবহন অধিদফতরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট, চর কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাইসেন্স, সনদ ও জীবনরক্ষা সামগ্রী না থাকার অপরাধে জরিমানা করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে নৌ-পরিবহন অধিদপ্তরের চীফ ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, নৌ-নিরাপাত্তা ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। এরপূর্বে ওইদিন দিনভর অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ স্পিডবোটসহ চালককে আটক করা হয়। পরে রাতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
×