ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ১২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

প্রকাশিত: ২২:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২১

শাহজালালে ১২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ অনেকদিন পর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই চালান আটক করা হয়। সোমবার রাতে কর্তব্যরত এপিবিএন সদস্যরা একটি বাক্সে কার্বন দিয়ে মোড়ানো অবস্থায় ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরী ডলার উদ্ধার করে। বাংলাদেশী মুদ্রায় মোট ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকা। ধারণা করা হচ্ছে, বিদেশী মুদ্রা সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল। মূলত গার্মেন্টসের আইটেম হিসেবে এগুলো পাচারের চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে জানা গেছে, পার্সেলটি সিঙ্গাপুর যাওয়ার আগ মুহূর্তে জব্দ করে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। এর ভেতর থেকে সৌদি আরবের ৫০০ রিয়াল ও সিঙ্গাপুরের ১০০ ডলারের বান্ডিল উদ্ধার করা হয়। প্রায় ৯ ঘণ্টা গণনার পর জব্দ করা মুদ্রার বিষয়ে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্যে থেকে সৌদি রিয়াল উদ্ধার করা হয়। কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) সিঙ্গাপুর যাচ্ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহপূর্বক এটি উদ্ধার করেন এভিয়েশন সিকিউরিটির (এ্যাভসেক) সদস্য গাজী কাইয়ুম। পরে উদ্ধার করা মুদ্রা গুণে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার পাওয়া গেছে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা। উদ্ধারকৃত মালামালের ফ্রেইটার হচ্ছে স্টার এক্সপ্রেস লাইন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মোঃ হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালকে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) উল্লেখ করা হয়। যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ লেখা ছিল।
×