ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাস্টমাইজড অ্যান্ড্রয়েড ॥ দক্ষিণ কোরিয়ায় গুগলকে জরিমানা

প্রকাশিত: ১৬:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

কাস্টমাইজড অ্যান্ড্রয়েড ॥ দক্ষিণ কোরিয়ায় গুগলকে জরিমানা

অনলাইন ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘কাস্টমাইজড’ সংস্করণ ব্লক করার কারণে গুগলকে ২০ হাজার সাতশ’ কোটি ওন (১৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক। মঙ্গলবার কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) জানিয়েছে, ডিভাইস নির্মাতাদের দেওয়া শর্তাবলী গুগলের বাজার আধিপত্য বিস্তারী অবস্থানের হয়রানিতে পরিণত হয়েছে যা মোবাইল ওএস বাজারের প্রতিযোগিতাকে সীমিত করছে। রায়ের পরপরই গুগল আপিল করার কথা বলেছে। পাশাপাশি জানিয়েছে, রায়টি অ্যান্ড্রয়েডের অন্য প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যের সুবিধার বিষয়টি এড়িয়ে গেছে এবং গ্রাহকের সুবিধা উপভোগ করার বিষয়টি তুলে ধরেনি। দক্ষিণ কোরিয়ার ‘টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্টে’র নতুন সংশোধনী ‘অ্যান্টি-গুগল’ আইন আখ্যা পেয়েছে। রয়টার্স জানিয়েছে, সংশোধনীটি যে দিন কার্যকর হলো, সে দিনই জরিমানার মুখে পড়লো গুগল। সংশোধিত আইনটির কারণে গুগলের মতো অ্যাপ স্টোর পরিচালকরা নিজস্ব লেনদেন প্রক্রিয়া ব্যবহার করতে দক্ষিণ কোরিয়ায় সফটওয়্যার ডেভেলপারদেরকে বাধ্য করতে পারবে না। ফলে কার্যতই ডেভেলপারদের কাছ থেকে কমিশন নেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জন্য। কেএফটিসি বলছে, গুগল ডিভাইস নির্মাতাদেরকে অ্যাপ স্টোর সংশ্লিষ্ট লাইসেন্সের বেলায় মূল চুক্তি স্বাক্ষরের সময় ‘অ্যান্টি ফ্র্যাগমেন্টেশন অ্যাগ্রিমেন্ট’ (এএফএ) মানতে বাধ্য করিয়ে প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে। এএফএ সমঝোতায় উৎপাদকরা হ্যান্ডসেটে ‘অ্যান্ড্রয়েড ফোর্কস’ নামে অ্যান্ড্রয়েডের পরিবর্তিত সংস্করণ ব্যবহার করতে পারেন না। এটাই গুগলকে মোবাইল ওএস বাজারে বিাজার আধিপত্য ধরে রাখতে সহযোগিতা করেছে বলে সিদ্ধান্ত টেনেছে কেএফটিসি। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, এটি তাদের আরোপিত নবম বৃহত্তম জরিমানা। স্যামসাং ২০১৩ সালে কাস্টমাইজড ওএস চালিত স্মার্টওয়াচ নিয়ে এসেছিল। কিন্তু গুগল বিষয়টিকে এএফএ লঙ্ঘন হিসেবে ধরার পর ভিন্ন ওএস ব্যবহার করেছিলো তারা।
×