ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০০:৫১, ৪ আগস্ট ২০২১

বঙ্গবন্ধুকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী

জনকণ্ঠ ডেস্ক ॥ মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চার দিনব্যাপী দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ইয়াংওয়ান কর্পোরেশনের সহযোগিতায় কর্পোরেশনের সাংস্কৃতিক কেন্দ্রে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ৬ আগস্ট পর্যন্ত চলবে। খবর অনলাইনের। দূতাবাস জানায়, দূতাবাস ও ইয়াংওয়ান কর্পোরেশনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান সাং কি-হাক ফিতা কেটে যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। প্রদর্শনীটি ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
×