ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টিকা নেয়াদের মধ্যে আক্রান্ত ৭ শতাংশ, অন্যরা ২৩ শতাংশ

প্রকাশিত: ২১:৫৪, ৩ আগস্ট ২০২১

টিকা নেয়াদের মধ্যে আক্রান্ত ৭ শতাংশ, অন্যরা ২৩ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর এক গবেষণার প্রেক্ষিতে জানিয়েছে, সাম্প্রতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৭ শতাংশ টিকা নেয়া। তবে তার বেশিসংখ্যক অর্থাৎ ২৩ শতাংশ রোগী কোন টিকাই নেয়নি। সংস্থাটি তাদের গবেষণার প্রেক্ষিতে দাবি করেছে, দুই ডোজের টিকা গ্রহণকারীদের বেশিরভাগেরই লাগছে না আইসিইউ। মৃত্যুসংখ্যাও তুলনামূলক অনেক কম। মে ও জুন মাসে করোনাভাইরাস আক্রান্তদের নিয়ে করা এক গবেষণার বরাত দিয়ে আইইডিসিআর জানায়, অসংক্রামক রোগে যারা আক্রান্ত কিন্তু টিকা নেননি তাদের ৩২ শতাংশকেই কোভিড-১৯ আক্রান্তের পর হাসপাতালে যেতে হয়েছে। তবে টিকা গ্রহণকারীরা করোনাভাইরাসে সংক্রমিত হলে তাদের আইসিইউও কম লেগেছে এবং মৃত্যুর হারও কম বলে গবেষণায় উঠে এসেছে। সোমবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে আইইডিসিআর বলছে, গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে আইসিইউতে নিতে হয়েছে যা ৩ শতাংশ। পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে ৩ জনকে আইসিইউতে নিতে হয়েছে, যা ১ শতাংশের কম। করোনাভাইরাসের টিকা নেননি এমন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, শতকরা হিসেবে যা ৩ শতাংশ। অন্যদিকে, গবেষণায় নির্বাচিতদের মধ্যে টিকা নিয়েছেন এমন একজনও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। গবেষণার প্রেক্ষিতে আইইডিসিআর বলছে, একাধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা নেয়া রোগীদের হাসপাতালে ভর্তির পরিমাণ দুই ডোজ টিকা গ্রহণকারীদের চেয়ে ১৬ শতাংশ বেশি ছিল। এই গবেষণায় করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের মধ্যে এ্যান্টিবডির উপস্থিতির পাশাপাশি রোগের গতিবিধিও পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় গত মে ও জুন মাসে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ১ হাজার ৩৩৪ জনকে নির্বাচন করা হয়। তাদের সবার বয়স ছিল ৩০ বছরের বেশি। করোনাভাইরাসে আক্রান্ত এই ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৫৯২ জন কোন টিকা নেননি। বাকিরা টিকা নিয়েছেন। টিকার দুই ডোজ নিয়েছেন এমন ৩০৬ জন টিকা নেয়ার অন্তত ১৪ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গবেষণায় সংস্থাটি দেখেছে, টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগেছেন ১১ শতাংশ, যা পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে ৪ শতাংশ ছিল। আর অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া করোনা পজিটিভ রোগীদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতার হার এবং দুই ডোজ টিকা গ্রহণকারী করোনা পজিটিভ রোগীদের তুলনায় ১০ শতাংশ বেশি পাওয়া গেছে।
×