ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবাইকে সম্প্রীতির বন্ধনে অটুট থাকার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১৭:৪৩, ২১ জুলাই ২০২১

সবাইকে সম্প্রীতির বন্ধনে অটুট থাকার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

অনলাইন রিপোর্টার ॥ ঈদুল আজহার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধির চর্চা, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে অটুট হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় দেশবাসীর অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী কোভিড-১৯ এর সংক্রমণ জনিত বৈশ্বিক মহামারি থেকে নিজেদের মুক্ত রাখতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানান। এছাড়া তিনি করোনাকালীন সংস্কৃতিজনসহ যেসব দেশবাসীকে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। পাশাপাশি যারা অসুস্থ হয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন। এ সময় প্রতিমন্ত্রী করোনার প্রাদুর্ভাব থেকে দেশের ও বিশ্বের সব মানুষকে রক্ষায় প্রার্থনা করেন।
×