ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার লীগ না খেলে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

প্রকাশিত: ২৩:৩২, ১৮ জুন ২০২১

সুপার লীগ না খেলে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি২০ পুরোপুরি না খেলেই যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান। তবে ১১ জুন আবাহনী-মোহামেডান ম্যাচে শৃঙ্খলা বহিভর্‚ত কর্মকাণ্ড করে ৩ ম্যাচ নিষিদ্ধ হন তিনি এবং ৫ লাখ টাকা জরিমানাও হয়। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল টি২০তে রবিন লীগের শেষ ম্যাচে ফেরেন তিনি। তবে আগে অধিনায়ক থাকলেও এদিন গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে শুভাগত হোম চৌধুরীর নেতৃত্বে খেলেছেন তিনি। ব্যাট হাতে অবশ্য পুরনো ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি তিনি, ১৬ বলে ১০ রান করেই সাজঘরে ফিরে গেছেন। এটিই চলতি আসরে তার শেষ ম্যাচ। সুপার লীগ না খেলেই যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন তিনি। আজ ভোর রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে উঠবেন সাকিব।
×