ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে করোনা ভাইরাসের প্রভাব হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত: ১৬:১৬, ১৫ জুন ২০২১

ঝালকাঠিতে করোনা ভাইরাসের প্রভাব হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৪ জন করে আক্রান্ত হলেও মঙ্গলবার ২৪ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৬,০৪৯ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১,৩৯৫ জন পজিটিভ ও ৪,২৪১ জন নেগিটিভ রিপোর্ট এসেছে। ১,২৯৫জন সুস্থ হয়েছে ও ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৭ জন হোম ও ২জন হাসপাতালের আইসোলেশনে রয়েছে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।
×