ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নজরুলের গানের সুরে কেটেছে সুন্দরতম সময়

প্রকাশিত: ২৩:২৩, ১৫ জুন ২০২১

নজরুলের গানের সুরে কেটেছে সুন্দরতম সময়

স্টাফ রিপোর্টার ॥ মানব মুক্তির সংগ্রামে তিনি গেয়েছেন সাম্যের গান। সাম্যের সমাজ বিনির্মাণে অনুপ্রেরণার অনন্ত উৎস হয়ে আছে তার সেই গান কিংবা কবিতা। আপন সৃষ্টির নির্যাসে দ্রোহের সমান্তরালে উচ্চারণ করেছেন প্রেম আর মানবতার বারতা। সেই সুবাদে আনন্দ-উচ্ছ¡াসের উল্টোপিঠে থাকা সঙ্কট বা দুঃসময়ে আজও বাঙালীর পথের দিশারী কাজী নজরুল ইসলাম। আর জাতীয় কবি ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে মে মাস থেকেই অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল একাডেমি। নজরুলের সৃষ্টিস্থাত গানের সুরে ও কবিতার শিল্পিত উচ্চারণে সাজানো হয়েছে ভার্চুয়াল এ মাসব্যাপী আয়োজন। সেই সুবাদে সোমবার রাতেও নজরুলের বিচিত্র আঙ্গিকের গানের সুরে কেটেছে শ্রোতাদের সুন্দরতম সময়। করোনাকালে ঘরে বসেই শ্রোতারা উপভোগ করেছেন আয়োজন। একাডেমির ফেসবুক পেজ এবং ঘঅতজটখ ঞঠ লাইভে সরাসরি সম্প্রচারিত হয় ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য’ শীর্ষক এ অনুষ্ঠান। এপার-বাংলাসহ দেশ-বিদেশের শিল্পীদের সম্মিলনে সজ্জিত অনুষ্ঠানে সোমবার সঙ্গীত পরিবেশন করেন নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার আমন্ত্রিত শিল্পীবৃন্দ। নজরুলের সৃষ্টির ঐশ্বর্যময় বাণীকে আশ্রয় করে গান শোনান ফাহমিদা রহমান, কেকা দৃষ্টি শর্মা, মোহাম্মদ হাসান ইসমাইল, কেয়া চৌধুরী, মোহাম্মদ হোসেন ইব্রাহিম, অর্পিতা দাস। কবিতার শিল্পিত উচ্চারণে আবৃত্তি পরিবেশন করে মৌসুমি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
×