ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ১৬:৩৭, ১৬ মে ২০২১

৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে তিন দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন আমদানি-রফতানি বন্ধ থাকার পর রবিবার থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। তিনি জানান, রবিবার সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো এবন্দরে প্রবেশ করতে শুরু হয়েছে। আবার তা আনলোড করে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
×