ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবলীগ জাতিগত বিদ্বেষ-আগ্রাসন বিরোধী : শেখ পরশ

প্রকাশিত: ১৯:০৪, ১৪ মে ২০২১

যুবলীগ জাতিগত বিদ্বেষ-আগ্রাসন বিরোধী : শেখ পরশ

অনলাইন রিপোর্টার ॥ পবিত্র রমজানে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী যুবলীগ। যুবলীগ জাতিগত বিদ্বেষ-আগ্রাসন বিরোধী উল্লেখ করে হামলায় নিহতদের প্রতি শোক আর আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বৃহস্পতিবার যুবলীগের দফতর সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম স্তম্ভ ছিল অসহায়-নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। যেখানেই মানুষের ওপর অন্যায়-জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একারণেই তিনি সারাবিশ্বে শোষিত-বঞ্চিত-নিপীড়িত-নির্যাতিত মানুষের মহান নেতা হিসেবে পরিচিত। তিনি ছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক মহান নেতা। আমরা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সেই মহান নেতার আদর্শের উজ্জীবিত সৈনিক। তার আদর্শকে বুকে ধারণ করেই যুবলীগের প্রতিটি নেতাকর্মী পথ চলে। সে কারণেই দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, মানবিক বিপর্যয় ঘটবে, মানুষ জুলুম-নির্যাতনের শিকার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুবলীগ। বিশ্বের কোথাও কোনো ধরনের জাতিগত বিদ্বেষ-সন্ত্রাস-নিপীড়ন-আগ্রাসনে বিশ্বাস করে না যুবলীগ। যুবলীগ জাতিগত বিদ্বেষ-সন্ত্রাসের বিরোধী। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে শেখ পরশ বলেন, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং বেসামরিক জনগণকে দখলকৃত এলাকায় স্থানান্তরের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের চরম প্রকাশ। প্রায় সারাবিশ্বের মানুষের অনুভূতিকে প্রবলভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের পক্ষে বিবৃতি দিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের বাংলাদেশের ভাই হিসেবে সম্বোধন করেছেন। এ কারণেই ফিলিস্তিনিরা আমাদের ভাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৭ সালে নির্ধারিত সীমা অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মী প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত পোষণ করে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি সমর্থন করছি। বর্তমানে বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে যিনি দাঁড়ান তিনি হলেন বঙ্গবন্ধুকন্যা, মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশের মানুষ শান্তিকামী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রোল মডেল। যেখানেই অন্যায়-অত্যাচার-জুলুম-নির্যাতন হবে সেখানেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ রুখে দাঁড়াবে। বাংলাদেশসহ সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষের ওপর অন্যায়-অত্যাচার-জুলুম-নির্যাতন বন্ধ হোক এই কামনা করি।
×