ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নন এমপিও শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন

প্রকাশিত: ১৯:১৮, ১২ মে ২০২১

নন এমপিও শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুদান পাচ্ছেন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে এ অনুদান দেওয়া হচ্ছে। এসব শিক্ষক ও কর্মচারীদের অনুদান দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রায় ৭৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×