ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমা চাইলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

প্রকাশিত: ২০:৪০, ৪ মে ২০২১

ক্ষমা চাইলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ নিজের ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে ক্ষমা চেয়েছেন। ইন্সটাগ্রামে দেয়া পোস্টে ওই ঘটনায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বিতর্কিত ওই অডিও টেপে জারিফের মন্তব্যের সমালোচনা করেন। তবে সর্বোচ্চ নেতার ভাষণকে মাথা পেতে নেয়ার ঘোষণা দিয়েছেন জারিফ। বলেছেন, সর্বোচ্চ নেতার সহানুভূতিশীল ভাষণই আমার জন্য শেষ কথা। নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া পোস্টে জারিফ বলেন, সর্বোচ্চ নেতার বক্তব্য অতীতের যে কোন সময়ের মতো আমার ও আমার সহকর্মীদের জন্য শেষ কথা। ওই ভাষণের মাধ্যমে এ সংক্রান্ত সব বিতর্কের অবসান হয়েছে। জারিফ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মী হিসেবে আমি সব সময় এই দৃষ্টিভঙ্গি পোষণ করতাম, দেশের সর্বোচ্চ অবস্থান থেকে যে সিদ্ধান্ত আসবে তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। দেশের শত্রুরা আমার এমন একটি সাক্ষাতকারের অংশবিশেষ প্রকাশ করেছে তার বিন্দুবিসর্গও প্রকাশ করার কথা ছিল না।
×