ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অ্যাপল পণ্যের ঘাটতি নিয়ে সতর্ক করলেন কুক

প্রকাশিত: ২০:০২, ৩০ এপ্রিল ২০২১

অ্যাপল পণ্যের ঘাটতি নিয়ে সতর্ক করলেন কুক

অনলাইন ডেস্ক ॥ এ বছরের শেষে অ্যাপল পণ্য নিয়ে ঘাটতি তৈরি হতে পারে। সম্প্রতি এ সতর্কবার্তা জানিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক। কম্পিউটার চিপ সংকটের কারণে গত বছর থেকেই সমস্যার মুখে রয়েছে প্রযুক্তি শিল্প। গোটা বিশ্বেই গাড়ি, উচ্চ-প্রযুক্তির গ্যাজেট এবং স্মার্টফোনের মতো পণ্যের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। অ্যাপল প্রধান কুক জানিয়েছেন, অ্যাপলের নিজস্ব এম১ চিপ সম্বলিত পণ্য নিয়ে সরবরাহ সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের পণ্যের মধ্যে নতুন আইপ্যাড প্রো এবং আইম্যাক ২০২১ রয়েছে। বিবিসি’র প্রতিবেদন বলছে, এ ঘাটতি প্রভাব ফেলতে পারে অ্যাপলের মুনাফায়। বুধবার অবশ্য প্রতিষ্ঠানটির বছর-থেকে-বছরে ৫৪ শতাংশ মুনাফা বৃদ্ধির খবর এসেছে। “আমরা সরবরাহে আটকে যেতে পারি, চাহিদায় নয়,” – কুক বলেছেন বিশ্লেষকদের। তিনি আরও বলেছেন, “ঘাটতি প্রাথমিক অবস্থায় আইপ্যাড এবং ম্যাকে প্রভাব ফেলবে। আমাদের চাহিদার উপর ভালো নিয়ন্ত্রণ রয়েছে – কিন্তু অন্যরা কী করছে তা আমি জানি না। আমরা আমাদের সর্বোচ্চটা করব, শুধ এটাই বলতে পারি আপনাদের।” ঘাটতি কবে নাগাদ শেষ হবে তা অনুমান করাটা “অত্যন্ত, অত্যন্ত কঠিন”। - যোগ করেছেন অ্যাপল প্রধান। মহামারীর সময়টিতে অ্যাপল নিজেদের ফোন, অ্যাপ এবং অন্যান্য ডিভাইসের বিক্রি বাড়তে দেখেছে। ভোক্তারা আরও বেশি সময় কাটিয়েছেন কাজ, কেনাকাটা এবং অনলাইন বিনোদন খুঁজে। গত বছর আসা অ্যাপলের নতুন ৫জি আইফোনেও আপগ্রেড করেছেন গ্রাহকেরা। বাসা থেকে কাজ এবং পড়ালেখার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডও বিক্রি হচ্ছে।
×