ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তায়কোয়ানদোতে স্বর্ণ জিতে ফাইটকে বিদায় মিজানুরের

প্রকাশিত: ২০:৩৬, ৮ এপ্রিল ২০২১

তায়কোয়ানদোতে স্বর্ণ জিতে ফাইটকে বিদায় মিজানুরের

স্পোর্টস রিপোর্টার ॥ তার হাত ধরে তায়কোয়ানদো থেকে এসেছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণ। সেই মিজানুর রহমান তায়কোয়ানদোর ফাইটিং ইভেন্টকে বিদায় জানিয়েছেন। বৃহস্পতিবার সিনিয়র পুরুষ (+৮৭ কেজি) ওজন শ্রেণীর ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশের রফিক খানকে ২৩-৯ স্কোরে হারিয়ে জাতীয় আসরে ২৯তম সোনার পদক জিতেন বাংলাদেশ সেনাবাহিনীর মিজানুর রহমান। স্বর্ণজয়ের পর ৩৮ বছর বয়সী এ তায়কোয়ানদোকা বলেন, এটাই ফাইটিং ইভেন্টে আমার শেষ। ভবিষ্যতে আমি শুধু পুমসে ইভেন্টে খেলবো। সিনিয়র নারী মাইনাস ৬২ কেজি ওজন শ্রেণীতে আনসার ও ভিডিপির সালমা খাতুন, সিনিয়র নারী মাইনাস ৬৭ কেজিতে আনসার ও ভিডিপির শ্রাবণী বিশ্বাস, সিনিয়র নারী মাইনাস ৭৩ কেজিতে আনসার ও ভিডিপির শাহানারা খাতুন, সিনিয়র পুরুষ মাইনাস ৮০ কেজিতে বিজিবির কাজী মো: এনায়েতুল্লাহ স্বর্ণজয় করেন।
×