ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুর হাসপাতাল সড়ক সেতু ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১৭:১৬, ৮ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের নাগরপুর হাসপাতাল সড়ক সেতু ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের নাগরপুর দরগ্রাম ও ছনকা বাজার সড়কের নাগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর মাঝখানে দেবে গেছে, দুই পাশের রেলিং ভেঙ্গে গেছে। বেশির ভাগ পিলারের পলেস্তারা উঠে গেছে। বেরিয়ে গেছে রড। গত চারদিন আগে এক পাশে ভেঙ্গে দেবে গেলেও ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যে কোনো সময় সেতুটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সেতুর কোন পাশেই লাগানো হয়নি ঝঁকিপূর্ণ লেখা সংবলিত সতর্কীকরণ সাইনবোর্ড। করা হয়নি বিকল্প রাস্তার ব্যবস্থা। আর এই সড়ক দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মানিকগঞ্জের দৌলতপুর, সাটুরিয়াসহ ঢাকার যাত্রীরা। নাগরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পাশে কোন বিকল্প রাস্তা নেই। তাই আমি জনসাধারণকে অনুরোধ করছি তারা যেন আপাতত নাগরপুর চৌরাস্তা হয়ে হাসপাতালের মাঠের পাশ দিয়ে চলাচল করেন। সেতুটি নতুন ভাবে তৈরির চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই কাজ শুরু করতে পারবো।
×