ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যান্সার মোকাবেলায় সাহায্য করবে করোনা টিকার প্রযুক্তি

প্রকাশিত: ০০:৪০, ২ মার্চ ২০২১

ক্যান্সার মোকাবেলায় সাহায্য করবে করোনা টিকার প্রযুক্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা ভাইরাসরোধী ভ্যাকসিন তৈরিতে ফাইজার এবং মডার্নার ব্যবহৃত মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও কাজে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি তাদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন ডটকম। খবর অনলাইনের। আটলান্টার ক্যান্সার ট্রিটমেন্ট অব আমেরিকার চীফ অব স্টাফ ডাঃ জেফ্রি এ মেটস হেলথলাইনকে বলেন, ক্যান্সার কোষগুলো প্রোটিন তৈরি করে, যা এমআরএনএ ভ্যাকসিনের লক্ষ্যবস্তু হতে পারে। এক্ষেত্রে মেলানোমা (এক ধরনের স্কিন ক্যান্সার) চিকিৎসায় অগ্রগতির খবর পাওয়া গেছে। ‘তবে ক্যান্সার প্রতিকার প্রতিরোধের চেয়ে পুরোপুরি আলাদা। গত ১০ বছরে এইচপিভি ভ্যাকসিনে সচেতনতা, স্ক্রিনিং এবং ব্যবস্থাপনায় কী অর্জন হয়েছে তা দেখতে আমরা জরায়ু ক্যান্সারে নাটকীয় হ্রাসের দিকে নজর দিতে পারি। এইচপিভি ভ্যাকসিন দেখিয়ে দিয়েছে, আমরা ৮০ থেকে ৯০ ভাগ জরায়ু ক্যান্সার প্রতিরোধ করতে পারি এবং এটি ক্যান্সার সম্পর্কিত অবিশ্বাস্য কার্যকর একটি কৌশল। তবে এটি ক্যান্সার সারায় না।’ ক্যান্সারের ভ্যাকসিন প্রতিরোধ এবং প্রতিকারের মধ্যকার রেখাটি স্পষ্ট করে দিয়েছে। করোনা ভ্যাকসিনের মতো সাধারণ ভ্যাকসিনগুলো শরীরের রোগপ্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ক্ষতিকর কোষগুলোকে আক্রমণ করে। ক্যান্সার ভ্যাকসিনও একইভাবে কাজ করে। এটি শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত করতে শেখায়, ক্যান্সার ফিরে আসা আটকায় এবং টিউমার শনাক্ত ও ধ্বংস করতে সাহায্য করে।
×