ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মিয়ানমারের দুই জেনারেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০১:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের দুই জেনারেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় আরও পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন এ্যাসেট কন্ট্রোল দফতর জানায়, পদক্ষেপের অংশ হিসেবে সামরিক জান্তার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। সামরিক জান্তার ওই দুই সদস্য হলেন, বিমান বাহিনীর প্রধান জেনারেল মুং মুং কিয়াও এবং সেনাবাহিনীর সাবেক চীফ অব স্টাফ এবং সামরিক বাহিনীর অন্যতম স্পেশাল অপারেশন ব্যুরোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন। এর মধ্যে জেনারেল মিন্ট তুনের পরিচালনাধীন ব্যুরোটি তাদের বিভিন্ন অভিযান রাজধানী নেপিডো থেকে নিয়ন্ত্রণ করে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন বলেছেন, জনগণের ইচ্ছাকে যারা দমন করছে ও সহিংসতা করছে তাদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। -খবর আলজাজিরা অনলাইনের।
×