ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ভাতিজার লাঠির আঘাতে আহত সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

ফরিদপুরে ভাতিজার লাঠির আঘাতে আহত সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে আহত হয়ে মারা গেছেন সেনা সদস্য উজ্জ্বল মৃধা (৩২)। সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেনাসদস্য উজ্জ্বল মৃধা মধুখালীর রায়পুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের সেকেন্দার মৃধার ছেলে। উজ্জ্বল সিলেট সেনানিবাস-২ এ প্যারা ব্যাটালিয়নে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বড় ভাই মোঃ এনায়েত মৃধার (৪৫) কাছে ছোট ভাই উজ্জ্বলের পাওনা ৯ হাজার টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা ও কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে এনায়েতের ছেলে আকাশ মৃধা (২৫) বাঁশের লাঠি দিয়ে চাচা উজ্জ্বল মৃধাকে মাথার পিছনের দিকে আঘাত করে। শ্যামপুরে পানির ট্যাঙ্ক থেকে শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার শ্যামপুর এলাকার একটি বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম-ঠিকানা এখনও জানতে পারেনি। তবে পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। লাশটি পচেগলে গেছে। এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, মঙ্গলবার শ্যামপুরের করিমউল্লাহবাগ এলাকার একটি তিনতলার ভবনের ছাদে পানির ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
×