ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকা সঙ্কটে জাপান

প্রকাশিত: ০০:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

টিকা সঙ্কটে জাপান

পর্যাপ্ত টিকার সরবরাহ না থাকায় বেশ সঙ্কটে পড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। জাপানের টিকাদান কার্যক্রম কর্মসূচীর প্রধানের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় সীমিত সংখ্যক ডোজ দিয়ে দেশটিতে টিকাদানের প্রথম মাসের কার্যক্রম চালানো হবে। এসব টিকা অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিদের মধ্যে পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে দেশটির কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে। জাপানে অনুমোদন পাওয়া একমাত্র টিকা হলো ফাইজারের টিকা। ইউরোপে উৎপাদিত ফাইজারের টিকার সরবরাহ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই এরই মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকেতে দেয়া এক সাক্ষাতকারে জাপানের প্রশাসনিক সংস্কারমন্ত্রী তারো কোন জানিয়েছেন, মে মাসের আগে পর্যন্ত টিকার পর্যাপ্ত ডোজ দেশে পৌঁছাবে না। তিনি বলেন, আগামী এপ্রিলে বয়স্কদের মধ্যে আমরা টিকাদান কার্যক্রম শুরু করব। কিন্তু প্রথমে তাদের জন্য যে পরিমাণ টিকা সরবরাহ করা হবে, তা সীমিত। তাই আমরা ধীরে ধীরে কার্যক্রম শুরু করতে চাই। পশ্চিমা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০০ মিলিয়নের বেশি টিকা পেতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জাপান। তবে দেশের নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত মাত্র একটি প্রতিষ্ঠানের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। জাপানসহ অন্য যেসব দেশ সম্প্রতি টিকা সঙ্কটে পড়েছে তাদের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে ইসরাইলের এক গবেষণা। এতে বলা হয়েছে, দুই ডোজের বদলে ফাইজারের একটি ডোজ প্রয়োগ এই সঙ্কট মোকাবেলা করতে পারে। চলতি বছর ফাইজারের টিকার ১৪৪ মিলিয়ন ডোজ পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করেছে জাপান। রবিবার দ্বিতীয় দফায় এই টিকার ৪ লাখ ৫০ হাজার ডোজ দেশে পৌঁছেছে। -রয়টার্স
×